ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

এভিয়াট্যুর

কেভিনের ঘোষণার কয়েক ঘণ্টা পরই নিউইয়র্ক ফ্লাইট বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, জানুয়ারি ২৮, ২০১৪
কেভিনের ঘোষণার কয়েক ঘণ্টা পরই নিউইয়র্ক ফ্লাইট বাতিল

ঢাকা: ঢাকঢোল পিটিয়ে আগামী ৪ জুন থেকে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর ঘোষণা দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন স্টিল। তার এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই বিমানের পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত বাতিল করলো।



সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় এক প্রেস ব্রিফিংয়ে বেশ ঘটা করেই  নিউইয়র্ক ফ্লাইট চালুর ঘোষণা দেন কেভিন।

শুধু ফ্লাইট চালুর দিনক্ষণ নয়, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এই রুটের টিকেট বিক্রির বিষয়টি নিশ্চিত করেন তিনি।

কেভিন ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু করতে মিশর থেকে দুটি বোয়িং ৭৭৭-২০০ লিজ নেওয়া হয়েছে বলেও জানান।

দুপুরে তার এই ঘোষণার কিছু পরেই রাতে বিমানের নবগঠিত পরিচালনা পর্ষদ নিউইয়র্ক ফ্লইট চালুর সিদ্ধান্ত বাতিল করে।  

এর আগে ক্রমাগত লোকসানের মুখে ২০০৬ সালে ঢাকা-নিউইয়র্ক রুট বন্ধ দেয় বিমান।    

প্রেস ব্রিফিংয়ে কেভিন আগামী এপ্রিল থেকে ঢাকা-নিউইয়র্ক ছাড়াও ঢাকা-ফ্র্যাঙ্কফ্রুট রুটে ফ্লাইট চালু এবং আসছে গ্রীষ্মের শেষ দিকে গুয়াংজু, কুনমিং এবং গোহাটিতেও ফ্লাইট চালুর ঘোষণা দেন।     

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।