ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ঘুষ না দেওয়ায় গ্রাহকের মাথা ফাটালেন বিমান কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
ঘুষ না দেওয়ায় গ্রাহকের মাথা ফাটালেন বিমান কর্মকর্তা

ঢাকা: টিকিট নিশ্চিত করতে গিয়ে ঘুষ না দেওয়ায় রুবি হক (৪০) নামে এক রোগীকে চেয়ার দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন বাংলাদেশ বিমান মতিঝিল অফিসের এক কাউন্টার কর্মকর্তা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিল বিমান অফিসের ১৮ নম্বর কাউন্টারে এ ঘটনা ঘটে।



আহত রুবি হক ধানমন্ডি ৯/১ নম্বর রোডের হাউজ ২২ এলাকার হক এর স্ত্রী। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুবি হক বাংলানিউজকে জানান, আমার চিকি‍‍ৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার কথা। সেজন্য মতিঝিল বিমান অফিসের ১৮ নম্বর কাউন্টারে টিকিট নিশ্চিত করতে যাই। কিন্তু ওই কাউন্টারের একজন কর্মকর্তা পাঁচ হাজার টাকা ঘুষ দাবি করেন। এনিয়ে ওই কর্মকর্তার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে ওই ব্যক্তি চেয়ার দিয়ে আমার মাথায় আঘাত করেন।

এতে মাথা ফেটে গেলে পুলিশ আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম রাইসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রুবি হককে আঘাতকারী ওই ব্যক্তির নাম কবির হোসেন বলে জানা গেছে। তবে এখনও তাকে আটক করা সম্ভব হয়নি।    

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।