ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিংকে রক্ষা করতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪
বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিংকে রক্ষা করতে হবে

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একমাত্র লাভজনক খাত গ্রাউন্ড হ্যান্ডেলিং সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার অঙ্গীকার করলেন বিমান জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. ফিরোজ-উজ জামান।

বুধবার এয়ারলাইন্সের প্রশাসনিক ভবনে বিমান জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক দোয়া ও ইফতার অনুষ্ঠানে তিনি এ অঙ্গীকার করেন।



এসময় তিনি বলেন, গ্রাউন্ড হ্যান্ডেলিং এ দেশের জনগণের সম্পত্তি। বিদেশি বা দেশি কোনো শক্তির কাছে তা তুলে দেওয়া যাবে না। যার পরিণতি ভয়াবহ হবে সরকার পতনের মধ্য দিয়ে। থাইল্যান্ডেও সরকার পতনের আন্দোলন সূত্রপাত হলেছিল বিমানবন্দর থেকেই।

বিদেশিদের সঙ্গে পার্টনারশিপে না গিয়ে প্রয়োজনীয় ইকুইপমেন্ট ও জনবল নিয়োগ দিয়েই কেবল উন্নত সেবা প্রদান সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।