ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

দাবি না মানলে ৬ ‍আগস্ট বিমানকর্মীদের কর্মবিরতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪
দাবি না মানলে ৬ ‍আগস্ট বিমানকর্মীদের কর্মবিরতি

ঢাকা: আগামী ৫ আগস্টের মধ্যে সংস্থার অর্গানোগ্রাম প্রবর্তন, ইউনিফর্ম ভাতা চালুসহ ১৪ দফা দাবি মানা না হলে ৬ আগস্ট কর্মবিরত পালনের কর্মসূচি দিয়েছেন বিমানের আন্দোলনকারীরা।

বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

শুধুমাত্র বিমানের প্রধান কার্যালয়ের কর্মীরা এ কর্মবিরতি পালন করবেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯ থেকে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেন বিমানের কর্মীরা। বেলা ১২টার দিকে অবস্থান কর্মসূচি শেষে তারা নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে আন্দোলনকারীরা বিমানের কর্মকর্তাদের কাউকে প্রধান কার্যালয় ‘বলাকা’য় প্রবেশ করতে দেননি। কর্মীদের বাধা পেয়ে কর্মকর্তারা নিচতলায় বসে থাকেন। আবার কেউ কেউ প্রথম দিন অফিসে প্রবেশে বাধা পেয়ে বৃহস্পতিবার দেরিতে অফিসে এসেছেন।

রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু হয়। বুধবারও তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বিমানের বিভিন্ন বিভাগের কর্মীরা বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বলাকা ভবনে জড়ো হতে থাকেন। এরপর একত্রিত হয়ে তারা বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং বেসরকারি খাতে দেওয়ার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেন। শ্লোগানে শ্লোগানে তারা গ্রাউন্ড হ্যান্ডেলিং বেসরকারি খাতে দেওয়ার উদ্যোক্তাদের ‘দালাল’ বলেও অভিহিত করেন।

বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমানের নেতৃত্বে গত ২৫ জুন থেকে আন্দোলন চালিয়ে আসছেন এয়ারলাইন্সের কর্মীরা।

** বিমান অফিসে ঢুকতে বাধা কর্মকর্তাদের, অবস্থান কর্মসূচি অব্যাহত

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।