ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

এভিয়াট্যুর

নাম পরিবতর্ন হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্সের

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, জুলাই ২৭, ২০১৪
নাম পরিবতর্ন হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্সের সংগৃহীত

ঢাকা: মাত্র ছয় মাসের ব্যবধানে দুটি বড় বিপর্যয়ের ঘটনায় মালয়েশিয়ান এয়ারলাইন্স নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। মালয়েশিয়ান এয়ারলাইন্সের দুটি ‘দুঘর্টনায়’ প্রাণ হারিয়েছেন ৫৩৭ জন আরোহী।

শুধু নাম পরিবর্তনই নয়, পাশাপাশি রুট ও নতুন কোনো বিনিয়োগকারী খুঁজছে এয়ারলাইন্সটি।

মালয়েশিয়ান এয়ালাইন্স কতৃর্পক্ষের বরাত দিয়ে রোববার আন্তজার্তিক সংবাদ মাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

বেশিরভাগ অংশ সরকারি মালিকানাধীন এয়ালাইন্সটি মুনাফা বাড়ানোর জন্য আউটসোর্সিং বাড়ানোরও চিন্তা করছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

এয়ালাইন্সের কমাশির্য়াল ডিরেক্টর দানলিভে সানডে টেলিগ্রাফকে জানান, এয়ারলাইন্সটির বেশিরভাগ শেয়ারহোল্ডার অর্থাৎ মালয়েশীয় সরকার এর ভবিষ্যত নির্ধারণে ইতোমধ্যে কাজ শুরু করেছে। এমএইচ১৭ বিপযর্য়ের পর বিষয়টি আরও ত্বরান্বিত হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সামনে অনেক অপশন রয়েছে। এয়ালাইন্সটিকে কিভাবে যাত্রী ‘বান্ধব’ করা যায় সে বিষয়ে আমরা নজর দিচ্ছি।

মালয়েশিয়ার এয়ারলাইন্সে প্রতিদিন প্রায় বিশ হাজার কর্মী কাজ করেন। এয়ারলাইন্সটি প্রতিদিন বিভিন্ন রুটে প্রায় পঞ্চাশ হাজার যাত্রী বহন করে।

গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন যাত্রী নিয়ে নিঁখোজ হয় মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ৩৭০। এরপর গত ১৭ জুলাই ইউক্রেনের রাশিয়ার লাগোয়া সীমান্তে এয়ারলাইন্সটির যাত্রীবাহী এমএইচ১৭ উড়োজাহাজটি ২৯৮ আরোহীসহ ‘ভূপাতিত’ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।