ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

বিদেশি পর্যটক আগমনে ভয়াবহ ধস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
বিদেশি পর্যটক আগমনে ভয়াবহ ধস

ঢাকা: দেশে বিদেশি পর্যটক আগমনে ভয়াবহ ধস নেমেছে। ২০১২ সালে বাংলাদেশে ৫ লাখ ৮৮ হাজার ১৯৩ জন বিদেশি পর্যটক এসেছিলেন।

আর ২০১৩ সালে এই সংখ্যা নেমে এসেছে মাত্র ২৬ হাজার ৯১২ জনে।
 
জাতীয় পর্যটন সংস্থা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) থেকে এ তথ্য পাওয়া গেছে।

পর্যটক আগমনে এই ধসের কারণ সম্পর্কে জানতে চাইলে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতারুজ জামান খান কবির বাংলানিউজকে বলেন, ২০১৩ সালে দেশে রাজনৈতিক অস্থিরতা, টানা হরতাল-অবরোধের কারণেই পর্যটকদের আগমনে এই ধস নামে।
 
তিনি বলেন, ট্যুরিজম বোর্ড গঠনের পর থেকে দেশে বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে ২০১৩ সালের যেসব পর্যটক দেশে আসতে পারেননি তারা চলতি বছর বাংলাদেশে আসছেন।

একমাত্র ২০১৩ সালকে ব্যতিক্রম বলে উল্লেখ করেন তিনি।

ট্যুরিজম বোর্ডের তথ্যানুসারে, ২০১১ সালে পর্যটক আগমনের সংখ্যা ছিল ৫ লাখ ৯৩ হাজার ৬৬৭ জন। এর আগের বছর (২০১০) এই সংখ্যা ছিল ৫ লাখ ৩০ হাজার ৬৬৫ জন। ২০০৯ সালে দেশে বিদেশি পর্যটক আসে ৪ লাখ ৮০ হাজার ২২৮ জন।
  
বাংলাদেশ সময়: ০১১৫ ঘন্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।