ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

রানওয়েতে চাকা ফাটলো নভোএয়ারের প্লেনের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
রানওয়েতে চাকা ফাটলো নভোএয়ারের প্লেনের

ঢাকা: অবতরণের সময় রানওয়েতে চাকা ফাটলো বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ফ্লাইটের। কক্সবাজার থেকে ছেড়ে আসা ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে এই দুর্ঘটনা ঘটে।



বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় কক্সবাজার থেকে আসা ফ্লাইটটি রানওয়েতে অবতরণের পরপরই হঠাৎ করে এমব্রায়ার উড়োজাহাজের পেছনের চাকা ফেটে যায়। এতে অল্পের জন্য রক্ষা পায় উড়োজাহাজের যাত্রীরা। এ সময় উড়োজাহাজে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

যাত্রীদের ইমারজেন্সি দরজা দিয়ে দ্রুত বের করে আনা হয়। এরপর টো-ট্রাক্টর দিয়ে উড়োজাহাজটি ট্যাক্সিওয়েতে নিয়ে আসা হয়।  

নভোএয়ার কর্তৃপক্ষ জানায়, চাকাটি গরম হয়ে ফেটে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।

অন্যদিকে বিমান প্রকৌশলীরা বলছেন, বৈমানিক যদি হার্ড ব্রেক করে থাকেন সেক্ষেত্রে চাকা ফেটে যেতে পারে। অথবা হার্ড ল্যান্ডিং করলেও চাকা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।  

২০১৩ সালের জানুয়ারিতে চালু হওয়া নভোএয়ারের বহরে বর্তমানে এমব্রায়ার মডেলের তিনটি উড়োজাহাজ রয়েছে। নভোএয়ার অভ্যন্তরীণ রুটের ৫টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।
 
বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।