ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

‘এমিরেটস স্কাইকার্গো নাইট’ অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
‘এমিরেটস স্কাইকার্গো নাইট’ অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: সম্প্রতি রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ‘এমিরেটস স্কাইকার্গো নাইট’। অনুষ্ঠানে বাংলাদেশস্থ এমিরেটসের এরিয়া ম্যানেজার খালিদ আলী জে হাসান, এমিরেটস স্কাইকার্গো ম্যানেজার শেখ ইদ্রিস আলী ও তার টিমের সঙ্গে স্থানীয় কার্গো এজেন্টরা উপস্থিত ছিলেন।



এমিরেটস স্কাইকার্গোর বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে স্থানীয় কার্গো এজেন্টদের অবহিত করা ও তাদের সার্বিক সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে এমিরেটসের কার্গো পরিবহন শাখা- স্কাইকার্গো বার্ষিক এ অনুষ্ঠানটির আয়োজন করে।

স্কাইকার্গো বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে দুটি করে ফ্রেইটার পরিচালনা করছে। এছাড়াও ঢাকা থেকে পরিচালিত ২১টি ফ্লাইটের বেলিহোল্ডের মাধ্যমে মালামাল পরিবহন সেবা প্রদান করছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫ 
আইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।