ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

যাত্রীসেবার মান বাড়াতে ই-টিকিটিং কার্যক্রম শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুন ২০, ২০১৫
যাত্রীসেবার মান বাড়াতে ই-টিকিটিং কার্যক্রম শুরু

জাতীয় সংসদ ভবন থেকে: বাংলাদেশ বিমান যাত্রীসেবার মান আরো বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
 
শনিবার (২০ জুন) জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত মমতাজ বেগমের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।


 
সংসদকে দেওয়া মন্ত্রীর তথ্যানুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ২০০৭ সালের মার্চ মাস থেকে দেশ ও বিদেশের সব অফিস থেকে আন্তর্জাতিক গন্তব্যের জন্য ইলেকট্রনিক টিকিট (ই-টিকেট) কার্যক্রম শুরু করে। বিমানে সব আন্তর্জাতিক যাত্রী দেশ থেকে বিদেশে ও বিদেশ থেকে দেশের অভ্যন্তরে সব গন্তব্যের জন্য ইলেকট্রনিক টিকিট ও চেক-ইনের মাধ্যমে সেবা গ্রহণের সুযোগ পান।
 
রাশেদ খান মেনন বলেন, ২০১৩ সাল থেকে সম্মানিত হজ যাত্রীদের জন্যও ইলেকট্রনিক টিকিট চালু করা হয়। দেশের অভ্যন্তরে অভ্যন্তরীণ যাত্রীর জন্য ইলেকট্রিক টিকিট ইস্যু কার্যক্রম ২০১৪ সালের এপ্রিল থেকে চালু হয়েছে। এছাড়াও সিট রিজারভেশন ও টিকিট ক্রয়ের জন্য অনলাইন সিস্টেম আগস্ট ২০১০ থেকে চালু রয়েছে। যাত্রীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে বিমানের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং ও ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করতে পারেন।
 
বিমান মন্ত্রী বলেন, ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ইন্টারনেট বুকিং কার্যক্রম আরও আধুনিকভাবে চালু করা হয়েছে। উপরন্তু ২০১৪ সালের ডিসেম্বর থেকে পরিপূর্ণভাবে ‘টিএপি’ (ট্রাভেল এজেন্সি পোর্টাল) পদ্ধতি চালু হওয়ায় এজেন্টরা ইন্টারনেটের মাধ্যমে বুকিং ও টিকিট করার সুযোগ পাচ্ছেন।
 
মন্ত্রী বলেন, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে রেভিনিউ ইন্টিগ্রিটি (আরআই) ও রেভিনিউ ম্যানেজমেন্ট (আরএম) চালুর ফলে যাত্রী সাধারণের সেবার মান বৃদ্ধি এবং চাহিদা মতো টিকিটের সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

রাশেদ খান মেনন বলেন, বৃদ্ধ এবং অসুস্থ যাত্রীদের উন্নত সেবা প্রদানের জন্য নতুন হুইল চেয়ার সংগ্রহ করা হয়েছে। তদুপরি হুইল চেয়ার পরিচালনার জন্য নারী কর্মীসহ কিছু কর্মীকে নির্দিষ্টভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে এবং নতুন আরো হুইল চেয়ার ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। যাত্রী সেবার মান্নোয়নে আগমনী ও বহির্গমন যাত্রী হলে দু’টি গ্রাহক সেবা ডেস্ক প্রতিস্থাপনের মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা হয়েছে।
 
তিনি বলেন, সম্মানিত যাত্রীদের সেবার মান উন্নতিকল্পে বিমানের চেক-ইন ব্যবস্থায় অত্যাধুনিক সফটওয়্যার প্রবর্তন করার ফলে উন্নত যাত্রীসেবা নিশ্চিত হয়েছে। এই ব্যবস্থা প্রবর্তনের ফলে যে সব যাত্রী ঢাকা থেকে চট্টগ্রাম/সিলেট স্টেশন হয়ে বিদেশ ভ্রমণ করবেন তাদের ট্রানজিট, বোর্ডিং কার্ড মূল স্টেশন থেকে সরবরাহ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ২০১৫ সালে হজযাত্রীদের জন্য ফিরতি বোর্ডিং কার্ড এবং মক্কা ও মদিনায় হজযাত্রীদের হোটেল থেকে তাদের ব্যাগেজ সংগ্রহপূর্বক জেদ্দা এয়ারপোর্টে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুন ২০, ২০১৫
এসএম/জেডএস

** দুই হাজার একর পরিত্যক্ত জমি বেদখলে
** বাজেট সমালোচকরাই ট্যাক্স দিতে চান কিনা সন্দেহ
** ‘গম দেখতে খারাপ হলেও খাওয়ার অনুপযোগী নয়’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।