ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

দুর্যোগপূর্ণ আবহাওয়া

সৈয়দপুরে নামতে পারেনি ইউএস বাংলার ফ্লাইট

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
সৈয়দপুরে নামতে পারেনি ইউএস বাংলার ফ্লাইট ছবি: সংগৃহীত

সৈয়দপুর (নীলফামারী): ভারি বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সৈয়দপুর বিমানবন্দরে নামতে না পেরে আবার ঢাকায় ফিরে গেছে ইউএস বাংলার একটি ফ্লাইট।

এই ফ্লাইটে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বীসহ ৪৭ যাত্রী ছিলেন।



বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পৌনে ৭টায় ঢাকা থেকে রওনা হওয়া ফ্লাইটটির সৈয়দপুর বিমানবন্দরে ল্যান্ড করার কথা ছিল সকাল ৭টা ৫০ মিনিটে।

কিন্তু ভারি বৃষ্টিপাতের কারণে ফ্লাইটটি ল্যান্ড করতে পারেনি। প্রায় ২৫ মিনিট সৈয়দপুরের আকাশে অপেক্ষা করে ফ্লাইটটি ঢাকা ফিরে যায়।

ইউএস বাংলা সৈয়দপুর স্টেশন ইনচার্জ রাকিব মুস্তাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ফিরতি ফ্লাইটে সৈয়দপুর থেকে ঢাকা যাওয়ার কথা ছিল ৬৩ যাত্রীর। কিন্তু ফ্লাইটটি ল্যান্ড করতে না পারায় তারা পড়েছেন বিপাকে।    

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এসআই



 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।