ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

নভোএয়ারে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
নভোএয়ারে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে

ঢাকা: এই প্রথম দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উড়াল দেওয়ার সুযোগ এনে দিলো নভোএয়ার। ‌এর ফলে একই ফ্লাইটে ঢাকা হয়ে চট্টগ্রাম থেকে সিলেট বা যশোর, অথবা যশোর থেকে চট্টগ্রাম বা কক্সবাজার যাওয়া যাবে।

এর আগে এভাবে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে উড়াল দেওয়ার জন্য সরাসরি কোনো ফ্লাইট ছিলো না।
novo_air_01
মঙ্গলবার যশোর থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম যাত্রার মধ্য দিয়ে নভোএয়ারের নতুন এই সার্ভিসটি চালু হয়েছে।

এয়ারলাইনসটির ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) একেএম মাহফুজুল আলম বাংলানিউজকে বলেন, সকাল ৮টা ৫০ মিনিটে যশোর থেকে ছেড়ে ‍আসা ফ্লাইটটি সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছে। সকাল ১০টায় সেটি চট্টগ্রামের উদ্দেশ্যে উড়াল দেয়।

দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে উড়াল দিতে মাত্র ৬ হাজার টাকা ভাড়া গুণতে হবে বলেও জানান মাহফুজুল আলম।

যে কোনো ট্রাভেল এজেন্সি বা নভোএয়ার এজেন্ট এর মাধ্যমে এসব ফ্লাইটের টিকিট পাওয়া যাবে। সংশ্লিষ্ট রুটগুলোতে ফ্লাইট আছে প্রতিদিনই।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।