ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

২ ঘণ্টা দেরিতে বিমানের সিঙ্গাপুর ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
২ ঘণ্টা দেরিতে বিমানের সিঙ্গাপুর ফ্লাইট

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বুধবার সকালের সিঙ্গাপুর ফ্লাইট দুই ঘণ্টারও বেশি বিলম্ব হয়েছে। সকাল পৌনে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার কথা থাকলেও বেলা একটার কিছুক্ষণ আগে তা ছেড়ে যায়।

এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

ফ্লাইট বিলম্ব হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বিমানের পরিচালক (মার্কেটিং) মো. শাহনেওয়াজ।

তিনি জানান, বুধবার সকালে ঢাকার আকাশে কুয়াশা থাকার কারণেই পরের দিকে এই ফ্লাইটটি বিলম্বিত হয়।

শাহনেওয়াজ জানান, বিজি-০৮৪ এয়ারক্র্যাফটটি সকালে ঢাকা থেকে সিলেট যায়। তখনই সেটি কুয়াশার কারণে দেড় ঘণ্টারও বেশি বিলম্বে পড়ে। পরে সিলেট পৌঁছে সেখান থেকে যাত্রী নিয়ে ঢাকা আসে এবং বেলা পৌনে একটার দিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময় ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।