ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ঘন কুয়াশায় ঢাকায় প্লেন চলাচল সাময়িক বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
ঘন কুয়াশায় ঢাকায় প্লেন চলাচল সাময়িক বন্ধ

ঢাকা:  ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৯ ডেসেম্বর) দিনগত রাত ১২টার পর থেকে একাধিক ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণে ব্যর্থ হয়।  
 
সর্বশেষ তথ্য মতে বুধবার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের মোট ১১টি ফ্লাইট ডিলে হয়েছে।

যার মধ্যে জেদ্দা থেকে ছেড়ে আসা সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি কলকাতায় অবতরণ করেছে। এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১টায় অবতরণ করার কথা ছিল।
 
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৯৬ ফ্লাইটটি উড্ডয়ন করেনি। একইভাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ঢাকা ছাড়ার কথা ছিল এমন ৮টি প্লেন উড্ডয়ন করতে পারেনি।
 
এদের মধ্যে কয়েকটি এয়ারলাইন্সের যাত্রীদের হোটেলে রাখা হয়েছে এবং বাকীরা বিমানবন্দরেই অপেক্ষা করছেন বলেও জানা গেছে।
 
বিষয়টি নিশ্চিত করে সিভিল এভিয়েশনের ডিউটি সিকিউরিটি অফিসার মো. তারিখ আহমেদ বাংলানিউজকে বলেন, কুয়াশার কারণে মঙ্গলবার রাত ১২টা থেকে সব ফ্লাইট ওঠা নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোদ উঠলে এবং কুয়াশা কমলে প্লেন চলাচল ফের স্বাভাবিক হবে।
 
বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এসআইজে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।