ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

ঈদ উপলক্ষে নভোএয়ার’র অতিরিক্ত ফ্লাইট

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
ঈদ উপলক্ষে নভোএয়ার’র অতিরিক্ত ফ্লাইট নভোএয়ারে ঈদে অতিরিক্ত ফ্লাইট

ঢাকা: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সৈয়দপুর, যশোর ও রাজশাহী  রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ার।

ঈদের ছুটিতে যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ ভ্রমণের চাহিদা থাকার পরিপ্রেক্ষিতে নভোএয়ার ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত প্রতিদিন নিয়মিত ফ্লাইটের পাশাপাশি সৈয়দপুর ও যশোর রুটে অতিরিক্ত ২টি এবং রাজশাহী রুটে অতিরিক্ত ১টি করে  ফ্লাইট পরিচালনা করবে।

ঈদ উপলক্ষে টিকিটের মূল্যে ১০% ছাড়ের ঘোষণা দিয়েছে নভোএয়ার।

এ অফারটি পেতে যাত্রীদের নভোএয়ার’র মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে NOVOAIRAPP লিখে টিকিট কিনতে হবে।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে সৈয়দপুর ৪টি, যশোর ৩টি ও রাজশাহীতে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।  

এছাড়া চট্টগ্রাম ৬টি, কক্সবাজার ৪টি, সিলেট ১টি ও কলকাতায় ১টি করে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
 
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন- www.flynovoair.com

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।