ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

রিজেন্টের টিকিটের চাহিদা বেশি চট্টগ্রামের মেলায়  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
রিজেন্টের টিকিটের চাহিদা বেশি চট্টগ্রামের মেলায়   রিজেন্ট এয়ারওয়েজের স্টলে কলকাতা ও ব্যাংককের টিকিট কিনতে আসা মানুষের ভিড়

চট্টগ্রাম: অষ্টম আন্তর্জাতিক পর্যটন মেলায় বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের স্টলে কলকাতা ও ব্যাংককের টিকিট কিনতে আসা মানুষের ভিড় বেশি।মেলা উপলক্ষে রিজেন্টের স্টলে সব রুটের টিকিটের ওপর ১২ শতাংশ ছাড় দিচ্ছে।   

নগরের জিইসি এলাকার হোটেল পেনিনসুলায় মেলার দ্বিতীয় দিন শুক্রবার (২৬ অক্টোবর) বাংলানিউজকে এ তথ্য জানান রিজেন্ট এয়ারওয়েজের এজিএম (মার্কেটিং) কাজী আহমেদ উল্লাহ।

তিনি জানান, চিটাগাং ট্রাভেল মার্টে যারা টিকিট কিনবেন তাদের জন্য ১২ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

মেলা চলাকালীন কেনা টিকিট দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে ভ্রমণ করতে হবে। আন্তর্জাতিক রুটে ব্যাংকক, দোহা, কলকাতা, কুয়ালালামপুর, মাস্কাট, সিঙ্গাপুর এবং অভ্যন্তরীণ রুটে ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজারে রিজেন্ট ফ্লাইট পরিচালনা করছে।

মেলার উদ্বোধনী দিনে মেয়র আ জ ম নাছির উদ্দীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রিজেন্ট এয়ারওয়েজের ঊর্ধ্বতন কর্মকর্তারা

কাজী আহমেদ উল্লাহ বলেন, বর্তমানে রিজেন্টের বহরে ৬টি বোয়িং ৭৩৭, ২টি ড্যাশ-৮ এয়ারক্রাফট রয়েছে। রিজেন্ট মধ্যপ্রাচ্যে নতুন গন্তব্যের পাশাপাশি নতুন উড়োজাহাজ সংগ্রহ করে বরিশাল, রাজশাহী, সিলেট, সৈয়দপুর, যশোরে ইত্যাদি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করবে।

পরিচালক (সেলস এন্ড মার্কেটিং) সোহেল মজিদ জানান, রিজেন্টের স্টলে টিকিট ছাড়াও মিলছে হলিডে প্যাকেজ। এর মধ্যে জনপ্রতি ১৩ হাজার ৩০০ টাকায় কক্সবাজারে ৩ দিন ২ রাত, ১৩ হাজার ২০০ টাকায় কলকাতা, ২০ হাজার ৭০০ টাকায় ব্যাংকক, ২৭ হাজার ৯০০ টাকায় ব্যাংকক পাতায়া, ৪০ হাজার ৪০০ টাকায় ব্যাংকক ফুকেট, ৩১ হাজার ৩০০ টাকায় সিঙ্গাপুর, ২৫ হাজার ৮০০ টাকায় কুয়ালালামপুর, ৪১ হাজার ৫০০ টাকায় কুয়ালালামপুর-সিঙ্গাপুরসহ বিভিন্ন প্যাকেজ রয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) শেষ হবে মেলা। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এআর/টিসি          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।