ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

৭৬ আরোহী নিয়ে ইন্ডিগো এয়ারের প্লেনের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
৭৬ আরোহী নিয়ে ইন্ডিগো এয়ারের প্লেনের জরুরি অবতরণ ইন্ডিগো এয়ারের একটি যাত্রীবাহী প্লেন/ ছবি- সংগৃহীত

উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ভারতের ইন্ডিগো এয়ারের একটি যাত্রীবাহী প্লেন জরুরি অবতরণ করেছে। এতে পাইলটের বুদ্ধিমত্তায় প্রাণে রক্ষা পেয়েছেন প্লেনের ৭৬ আরোহী।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গৌহাটি অভিমুখী ইন্ডিগো এয়ারের একটি প্লেন কলকাতা নেতাজি সুবাস চন্দ্র বোস বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর কয়েক মিনিটের মধ্যেই পাইলট কার্গো অংশের ভেতর থেকে ধোঁয়া নির্গত হতে দেখেন।

 

এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (০৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে প্লেনটি উড্ডয়নের পর এর পাইলট যান্ত্রীক ত্রুটির কথা জানান। মাত্র ১৫ মিনিটের মধ্যে প্লেনটি ফের বিমানবন্দরে ফেরত আসে।

ককপিটে অ্যালার্ম বেজে উঠলে পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানায়। তবে কি কারণে ওই ধোঁয়া উড়েছে সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।