ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

রিজেন্ট এয়ারওয়েজের ২০ শতাংশ ছাড় ঢাকা ট্রাভেল মার্টে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
রিজেন্ট এয়ারওয়েজের ২০ শতাংশ ছাড় ঢাকা ট্রাভেল মার্টে ঢাকা ট্রাভেল মার্টে রিজেন্ট এয়ারওয়েজের টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড়

ঢাকা: আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট’র ১৬তম আসর উপলক্ষে ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য টিকিটের মূল্যে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে শীর্ষস্থানীয় বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। 

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে তিন দিনের এ মেলা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী  সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের প্যাভিলিয়ন ঘুরে দেখেন। এসময় রিজেন্ট এয়ারওয়েজের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স (সিসিএ) আকতার ইউ আহমেদ, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) হানিফ জাকারিয়া, পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) সোহেল মজিদ, মহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং)  মো. সাইফুল ইসলাম এবং এজিএম (মার্কেটিং ও হলিডেজ) কাজী আহমেদ উল্লাহ উপস্থিত ছিলেন।  

ঢাকা ট্রাভেল মার্টে রিজেন্ট এয়ারওয়েজের ২০ শতাংশ পর্যন্ত ছাড়

ভ্রমণবিষয়ক ইংরেজি পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’ আয়োজিত এবারের মেলায় প্রায় ৮০টি স্টল ও প্যাভিলিয়নে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিমান ও পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট এবং পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের পণ্য আর সেবা উপস্থাপন করছে।

দোহা ও মাস্কাট ছাড়া সব রুটে বিজনেস এবং প্রিমিয়াম ইকোনমি শ্রেণিতে টিকিট মূল্যে ২০ শতাংশ এবং ইকোনমি শ্রেণিতে ১২ শতাংশ ছাড় দিচ্ছে রিজেন্ট এয়ারওয়েজ। এ ছাড়া রমজান মাসে সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর এবং কক্সবাজার রুটে  ২০ শতাংশ ছাড়ের টিকিট দেওয়া হচ্ছে মেলায়।

এ উপলক্ষে অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট হলিডেজ বিভিন্ন গন্তব্যে ভ্রমণের জন্য সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় প্যাকেজও দিচ্ছে। ব্রেকফাস্টসহ হোটেল, বিমানবন্দর টান্সফারসহ ভ্রমণের নানা সুবিধা আছে হলিডে প্যাকেজে।

মেলায় রিজেন্ট এয়ারওয়েজ প্যাভিলিয়নে ছাড়কৃত টিকিট ও হলিডে প্যাকেজ পাওয়া যাবে। এ ছাড়া, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকেরা ইএমআই সুবিধায় সুদবিহীন (শূন্য শতাংশ) সহজ কিস্তিতে এই টিকিট ও প্যাকেজ কিনতে পারবেন।   টিকিট কিংবা প্যাকেজ কেনার জন্য পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি সঙ্গে আনতে হবে।  

এ ছাড়া মেলার দর্শকদের জন্য প্রতিদিন লাকি ড্র’র মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। মেলাস্থলে রিজেন্ট এয়ারওয়েজের মোবাইল অ্যাপ ডাউনলোড করে ড্র’তে অংশ নেবেন দর্শকরা। বিজয়ীকে দেওয়া হবে তার পছন্দের রুটে বিনামূল্যের টিকিট। শেষ দিনে দর্শকদের জন্য মেলা কর্তৃপক্ষের আয়োজনে র‌্যাফেল ড্র বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়া হবে রিজেন্টের ব্যাংকক রুটের কাপল টিকিট।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।