ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানে যান্ত্রিক ত্রুটি, সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
বিমানে যান্ত্রিক ত্রুটি, সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট বাতিল ফ্লাইট বাতিল হওয়া বিমানটি। ছবি: বাংলানিউজ

নীলফামারী: সৈয়দপুর-ঢাকা রুটে চলাচলকারী বাংলাদেশ বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে একটি ফ্লাইট বাতিল হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বিমানের যাত্রীরা। 

মঙ্গলবার (২৫ জুন) সকালে ফ্লাইটটি বাতিল হয়।  

ঢাকা থেকে যাত্রী নিয়ে একটি ফ্লাইট সকালে সৈয়দপুরে বিমানবন্দরে পৌঁছায়।

এরপর ৮টা ৫০ মিনিটে যাত্রী নিয়ে ঢাকা ফেরার কথা ছিল বিমানের ওই ফ্লাইটটির। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি উড্ডয়ন করতে পারেনি।  

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শাহীন আহম্মেদ এর সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে টেকনিশিয়ান আসার পর যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিকেলের মধ্যে উড্ডয়নের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।