ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

এভিয়াট্যুর

শাহজালাল বিমানবন্দর হবে এ অঞ্চলের সেরা: প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
শাহজালাল বিমানবন্দর হবে এ অঞ্চলের সেরা: প্রতিমন্ত্রী

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ হলে এ অঞ্চলের সেরা বিমানবন্দর হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। 

তিনি বলেন, দেশি-বিদেশি নাগরিকদের আন্তর্জাতিক মানের সেবা দিতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল অত্যাধুনিকভাবে নির্মাণ করা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেভাবে আকাশে শান্তির নীড়, আমাদের নতুন টার্মিনালও হবে শান্তির পরশ।

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলনকক্ষে টার্মিনাল-৩ নির্মাণ কাজের উদ্বোধন প্রস্তুতি পূর্ব আয়োজিত সংবাদ সম্মেলনে মাহবুব আলী এ মন্তব্য করেন।  

প্রতিমন্ত্রী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেই মাহেন্দ্রক্ষণ। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মিনাল-৩ নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সবার প্রত্যাশা একটি সুন্দর বিমানবন্দর হোক। সবার কাঙ্ক্ষিত বিমানবন্দর হবে। আগামী ৪৮ মাসের মধ্যে এ টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন হবে।  

মাহবুব আলী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বিমানবন্দর ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মান উন্নত করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ তিনি যেভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিমানবন্দরের উন্নয়নে চেষ্টা করেন। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এ অর্জন সম্ভব হয়েছে।  

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক বলেন, এতো বছরেও আমরা সত্যিকার অর্থে এ খাতে উন্নয়ন করতে পারিনি। বহু প্রতিবন্ধকতা পেরিয়ে আমরা এ জায়গায় এসেছি। আগামী ৪৮ মাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ নির্মাণ কাজ সম্পন্ন হবে।  

তিনি বলেন, এ টার্মিনাল নির্মাণ হলে বছরে ২০ মিলিয়ন যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। টার্মিনালটি এমন একটি ম্যাকানিজমে নিয়ে আসা হচ্ছে, কোথাও একটি সুইচ নষ্ট হলে সেটা তাৎক্ষণিকভাবে জানা যাবে।  

মহিবুল হক বলেন, নতুন টার্মিনাল হলে গ্রাউন্ড হ্যান্ডলিং যেকোনো সংস্থা করতে পারবে। ওপেন টেন্ডারের মাধ্যমে সেই কাজ দেওয়া হবে।           

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। বহুল প্রতীক্ষিত এ নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

এসময় অনুষ্ঠানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তৌহিদ উল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

** যেমন হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
** তৃতীয় টার্মিনাল নির্মাণ হলে সেবা পাবেন আরও ১২ মিলিয়ন যাত্রী 
** শাহজালালের ৩য় টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ২৮ ডিসেম্বর

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad