ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

সপ্তাহে একদিন ঢাকা-গুয়াংজু ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
সপ্তাহে একদিন ঢাকা-গুয়াংজু ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা-গুয়াংজু রুটে সপ্তাহে একদিন ফ্লাইট পরিচালনা করবে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

শনিবার (২৮ মার্চ) সংস্থাটির পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, সপ্তাহের প্রতি রোববার ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

রোববার (২৯ মার্চ) থেকে এ ফ্লাইট শুরু হবে। এ রুট ছাড়া অান্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটেই সাময়িক ফ্লাইট পরিচালনা বন্ধ করেছে সংস্থাটি।  

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম (পাবলিক রিলেশন) মো. কামরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি হলে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা উঠলে পুনরায় সব রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।  

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
টিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।