ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

প্রায় তিন মাস পর ১৮৭ যাত্রী নিয়ে লন্ডনের পথে বিমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জুন ২১, ২০২০
প্রায় তিন মাস পর ১৮৭ যাত্রী নিয়ে লন্ডনের পথে বিমান

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ হওয়ার প্রায় তিন মাস পর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।

রোববার (২১ জুন) দুপুর ১২টা ২ মিনিটে ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটে যাত্রী সংখ্যা ১৮৭।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বাংলানিউজকে বলেন, লন্ডনের ফ্লাইট রোববার সকাল ১২টা ২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।   ফ্লাইটে ১৮৭ জন যাত্রী ছিলেন।  

বিমানের ড্রিমলাইনার ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ দিয়ে লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করা হয়।

আরও পড়ুন>> করোনায় বন্ধ হওয়ার পর বিমানের প্রথম ফ্লাইট লন্ডন

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জুন ২১, ২০২০
টিএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।