ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানের নতুন প্লেনের নাম ‘শ্বেতবলাকা’ রাখলেন প্রধানমন্ত্রী  

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
বিমানের নতুন প্লেনের নাম ‘শ্বেতবলাকা’ রাখলেন প্রধানমন্ত্রী  

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন প্লেন ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজের নাম ‘শ্বেতবলাকা’ রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বুধবার (৩ মার্চ) বিমানের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ডের তৈরি ড্যাশ-৮-৪০০ মডেলের প্লেনটি আগামী (৫ মার্চ) শুক্রবার বিকেলে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই উড়োজাহাজের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উড়োজাহজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর অ্যাভিয়েশন ফ্যানফেয়ারের অংশ হিসেবে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হবে।

বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-৮ প্লেনের প্রথমটি গত বছরের ২৭ ডিসেম্বর ও দ্বিতীয় উড়োজাহাজটি গত ২৪ ফেব্রুয়ারি বিমান বহরে যুক্ত হয়। সবশেষ তৃতীয় প্লেনটি ৫ মার্চ কানাডা থেকে দেশে আসবে।  

বর্তমানে বিমানের বহরে মোট উড়োজাহাজের সংখ্যা ২০টি। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দু’টি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং চারটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। তৃতীয় ড্যাশ-৮ উড়োজাহাজটি বিমান বহরে যুক্ত হলে উড়োজাহাজের সংখ্যা হবে ২১টি।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।