ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

এভিয়াট্যুর

আসছে নতুন এয়ারলাইন্স ‘এয়ার অ্যাস্ট্রা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
আসছে নতুন এয়ারলাইন্স ‘এয়ার অ্যাস্ট্রা’

ঢাকা: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনাপত্তি সনদ (এনওসি) পেয়েছে দেশের নতুন বেসরকারি উড়োজাহাজ চলাচল সংস্থা এয়ার অ্যাস্ট্রা।

গত ২১ সেপ্টেম্বর বেবিচকের কাছে আবেদন জমা দেওয়ার ৪৫ দিনের মাথায় অনাপত্তি সনদ পেল সংস্থাটি।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) এয়ার অ্যাস্ট্রা ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বিভিন্ন দিক থেকে এটা নজিরবিহীন। কর্তৃপক্ষ আগের চেয়ে দ্রুত এ প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং এয়ার অ্যাস্ট্রার জমা দেওয়া আবেদন ত্রুটিহীন বলে প্রমাণিত হয়েছে।

আগামী বছরের জানুয়ারি থেকে আকাশে ডানা মেলার কথা রয়েছে নতুন প্রাইভেট এয়ার অপারেটর এয়ার অ্যাস্ট্রার। বাংলাদেশের তৃতীয় বেসরকারি বিমান সংস্থা হিসেবে এটি যাত্রা শুরু করবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।