ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

এভিয়াট্যুর

কলকাতায় ৪ ঘণ্টা বিমানে আটকে ছিলেন ১৬০ যাত্রী 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
কলকাতায় ৪ ঘণ্টা বিমানে আটকে ছিলেন ১৬০ যাত্রী 

কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে চার ঘণ্টা আটকে ছিলেন ১৬০ যাত্রী।

সোমবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ফ্লাইটটি ছাড়ার সময় নির্ধারিত ছিল। সব যাত্রী ওঠার পর একপর্যায়ে পাইলট ঘোষণা করেন- ‘যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি উড্ডয়নে বিলম্ব হবে। ’

উড়োজাহাজের দরজা খোলা যাচ্ছিল না। এ কারণে বিমানবন্দরেই প্রায় ৪ ঘণ্টা আটকে ছিলেন যাত্রীরা। আরও জানা গেছে, বিমানের ভেতরের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রও ঠিকমতো কাজ না করায় কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ফ্লাইটটি নিরাপদেই বাংলাদেশের উদ্দেশে উড্ডয়ন করে।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার গণমাধ্যমকে জানান, ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে সময় মতো ছাড়তে পারেনি। একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে আমরা জানতে পারি। সঙ্গে সঙ্গে প্লেনের সামনে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়। চিকিৎসক প্লেনে ঢুকে ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। পরে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।