ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

জবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
জবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়  (জবি) শাখা ছাত্রলীগের হারুন ও আগুন গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

 

মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে ক্যাম্পাসের মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, পূর্ব শক্রতার জের ধরে শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন গ্রুপের কর্মী তূর্য, জিয়েন ও নাসিরসহ কয়েকজন মিলে সাংগঠনিক সম্পাদক জহির রায়হান আগুন গ্রুপের কর্মী রাতুল ও শুভকে বেধড়ক মারধর করে। পরে আহতদের স্থানীয় সুমনা হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয়ে তারা  ময়মনসিংহ গ্রুপ নামে পরিচিত।

এ বিষয়ে জানতে চাইলে আগুন বলেন, এটা গ্রুপের সংঘর্ষ নয়। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জের ধরে এ ঘটনা ঘটেছে।

তবে হারুনকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।    

সংঘর্ষে জড়িতরা ছাত্রলীগের কর্মী নয় বলে দাবি জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম।

জবি প্রক্টর নূর মোহাম্মদের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, মার্চ ২৯,২০১৬
জেডএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ