মিরসরাই: দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মিরসরাই উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ৩টিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে উপজেলার জেলা অডিটোরিয়ামে স্থাপিত অস্থায়ী কার্যালয় থেকে নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন এসব ফলাফল ঘোষণা দেন।
এর মধ্যে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মকছুদ আহম্মদ চৌধুরী নৌকা প্রতীকে ১৩ হাজার ৫৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
৭ নং কাটাছড়া ইউনিয়নে ৯ হাজার ৫৫৪ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শহিদ আহম্মদ (ধানের শীষ) ২৭৫ ভোট ও হেফাজতের প্রার্থী মওলানা শহীদ পেয়েছেন ৩৮৬ ভোট।
৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নেও আওয়ামী লীগ প্রার্থী এমরান উদ্দিন (নৌকা প্রতীক) ৮ হাজার ৭২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপির প্রার্থী মফিজুর রহমান পেয়েছেন ৪৪০ ভোট।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসএইচ
** জোরারগঞ্জে আ’লীগ প্রার্থী বিজয়ী