ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

নন্দীগ্রাম ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
নন্দীগ্রাম ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

বগুড়া: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আসামি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রণীত কুমারকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

 

তিনি পৌরশহরের হিন্দুপাড়া মহল্লার নিখিল চন্দ্রের ছেলে।

শুক্রবার (০১ এপ্রিল) বিকেলে পৌরশহরের পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ১৬ ফ্রেব্রুয়ারি শহরের দামগাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ মাদকদ্রব্য ব্যবসায়ী জয়নাল আবেদীনকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার এজাহারনামীয় আসামি প্রণীতকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
এমবিএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ