ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, এপ্রিল ১৭, ২০১৬
লক্ষ্মীপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

লক্ষ্মীপুর: কৌশলে নিজ বাসায় ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের (৩৫) বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) সকালে ওই ছাত্রীর ভাই বাদী হয়ে জামাল উদ্দিন ও তার সহযোগী ওসমানকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় এ ধর্ষণ মামলা করেন।

শনিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট এলাকায় স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়।

অভিযুক্ত যুবলীগ নেতা জামাল উদ্দিন চরশাহীর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আবদুল হাসিমের ছেলে।

পুলিশ জানায়, স্ত্রী বাসায় না থাকার সুযোগে শনিবার সন্ধ্যায় ওই ছাত্রীকে কৌশলে নিজের ভাড়া বাসায় ডেকে নেন যুবলীগ নেতা জামাল উদ্দিন। পরে তার মুখ বেঁধে ধর্ষণ করেন জামাল। পরে রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে রেখে পালিয়ে যান তিনি। খবর পেয়ে পুলিশ রাতে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ