ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

ইউপি নির্বাচন

আ.লীগের বিদ্রোহী প্রার্থীকে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, মে ২, ২০১৬
আ.লীগের বিদ্রোহী প্রার্থীকে অপহরণ ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ মনোয়ার হোসেনকে অপহরণের শিকার হয়েছেন।

অপহরণের তিন ঘণ্টা পর সোমবার (০২ মে) বিকেলে একই ইউনিয়নের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর একটি দল।

 

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মো. হাসান আরাফাত বাংলানিউজকে জানান, দুপুরে মনোয়ার কালাই থেকে অটোরিকশাযোগে জয়পুরহাট শহরে যাচ্ছিলেন। পথে বানিয়াপাড়া এলাকায় অটোরিকশাটির গতিরাধ করে তাকে অপহরণ করে কয়েক দুর্বৃত্ত।

খবর পেয়ে তিন ঘণ্টা পর র‌্যাব সদস্যরা মাত্রাই ইউনিয়নের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে মনোয়ারকে উদ্ধার করে।

এ সময় আ. রাজ্জাক পালিয়ে গেলেও তার স্ত্রী নূরী আক্তার (৪২), শাইলগুন গ্রামের আব্দুল জোব্বারের ছেলে ইসমাইল হোসেন (২৮) ও কুসুমশারা গ্রামের সামসুদ্দিনের ছেলে মাহবুবুর রহমান মামুদ (৩২) নামে তিনজনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মে ০২, ২০১৬
এটিআর/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ