ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

নোয়াখালীর ১৫ ইউপি চেয়ারম্যান-সদস্যদের শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মে ৩, ২০১৬
নোয়াখালীর ১৫ ইউপি চেয়ারম্যান-সদস্যদের শপথ ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর সূবর্ণচর ও হাতিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা শপথ নিয়েছেন।

মঙ্গলবার (০৩ মে) দুই দফায় নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস স্ব স্ব উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে তাদের শপথবাক্য পাঠ করান।

সকালে সূবর্ণচর উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে ৮টি ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়।

অপরদিকে, দুপুরে হাতিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে ৭টি ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়।

চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণকারীরা হলেন, সূবর্ণচর উপজেলার ১নং চরজব্বর ইউপিতে তরিক উল্যাহ মাস্টার (আওয়ামী লীগ), ২নং চরবাটা ইউপিতে মোজাম্মেল হোসেন (আওয়ামী লীগ), ৩নং চরক্লার্ক ইউপিতে অ্যাডভোকেট আবুল বাসার (আওয়ামী লীগ বিদ্রোহী), ৪নং চরওয়াপদা ইউপিতে মনির আহমেদ (আওয়ামী লীগ), ৫নং চরজুবলী ইউপিতে হানিফ চৌধুরী (আওয়ামী লীগ), ৬নং চরআমান উল্যা ইউপিতে অধ্যাপক বেলায়েত হোসেন (আওয়ামী লীগ), ৭নং চরবাটা ইউপিতে আবুল বাশার মঞ্জু (আওয়ামী লীগ) ও ৮নং মোহাম্মদপুর ইউপিতে অ্যাডভোকেট মো. এনামুল হক (আওয়ামী লীগ)।

এছাড়া হাতিয়া উপজেলার ৫নং চরকিং ইউপিতে মহিউদ্দিন আহমেদ (আওয়ামী লীগ), ৬নং চরঈশ্বর ইউপিতে আবদুল হালিম আজাদ (আওয়ামী লীগ বিদ্রোহী), ৭নং তমরুদ্দি ইউপিতে ওমর ফারুক (আওয়ামী লীগ বিদ্রোহী), ৮নং বুড়িরচর ইউপিতে জিয়া আলী মোবারক কল্লোল (আওয়ামী লীগ), ৯নং সোনাদিয়া ইউপিতে হাজী মো. নুরুল ইসলাম (আওয়ামী লীগ), ১০নং জাহাজমারা ইউপিতে মাসুম বিল্লাহ (আওয়ামী লীগ বিদ্রোহী) ও ১১নং নিঝুমদ্বীপ ইউপিতে মেহেরাজ উদ্দিন (আওয়ামী লীগ)।

২২ মার্চ প্রথম দফার ইউপি নির্বাচনে সূবর্ণচর ও হাতিয়ার ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ হয়।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মে ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ