ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ফেনী আ.লীগের সহসভাপতিসহ ১৯ জনের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, মে ৭, ২০১৬
ফেনী আ.লীগের সহসভাপতিসহ ১৯ জনের নামে মামলা

ফেনী: ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম রাকিব হায়দারের ওপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বাশার তপনকে প্রধান আসামি ও সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১০/১২ জনের নামে মামলা করেছে পুলিশ।

শুক্রবার (০৬ মে) সন্ধ্যা ৬টায় ইউএনওর গাড়িচালক মো. আবুল কাশেম বাদী হয়ে এ মামলা করেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, পরশুরাম পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মান্নান, স্থানীয় যুবলীগ নেতা পারভেজ ও রাশেদুল হাসান।

এরআগে শুক্রবার সকালে পরশুরাম উপজেলার চিথলীয়া এলাকায় ইউএনও রাকিব হায়দারের ওপর হামলা করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বাশার তপনসহ তার সমর্থকেরা।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ