ঢাকা: ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে দলটি।
বুধবার (১৫ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
আর বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দিতে হবে।
নির্ধারিত ফি বাবদ নগদ পঁচিশ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে। সভায় মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের নেওয়া হবে সাক্ষাৎকার।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মঙ্গলবার (১৪ জুন) বিকেলে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এমইউএম/আইএ