ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আওয়ামী লীগ

ময়মনসিংহ-১ ও ৩ আসনে আ’লীগের মনোনয়ন ফরম বিক্রি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
ময়মনসিংহ-১ ও ৩ আসনে আ’লীগের মনোনয়ন ফরম বিক্রি

ঢাকা: জাতীয় সংসদের ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু হয়েছে।

বুধবার (১৫ জুন) এ দুই আসনে মোট ৩৫টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানা গেছে।

আগামী ১৮ জুলাই এ দুই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিনের মৃত্যুতে ময়মনসিংহ-১ এবং ক্যাপ্টেন (অব.) মজিবর রহমান ফকিরের মুত্যুতে ময়মনসিংহ-৩ আসন শূন্য হয়।
 
বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মনোনয়ন ফরম বিক্রি হয়।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরম বিক্রি চলবে। প্রতিটি ফরমের মুল্য নেওয়া হচ্ছে ২৫ হাজার টাকা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাম বাংলানিউজকে বলেন, প্রথম দিন দুই আসনে মোট ৩৫টি ফরম বিক্রি হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ফরম বিক্রি করা হবে।

এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।