ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

খুলনায় এক আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৬, জুলাই ১১, ২০১৬
খুলনায় এক আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার

খুলনা: দলীয় শৃখলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের সম্পৃক্ততা থাকায় খুলনা মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তার অবর্তমানে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়ন সহ-সভাপতি মো. আলেক শেখকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য স,ম, রেজওয়ান আলী প্রমুখ।

খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের নেতাকর্মীদেরকে ইউসুফ আলী খলিফার সঙ্গে যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এমআরএম/জিসিপি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ