ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘পেট্রোলবোমা হামলার নতুন সংস্করণ সন্ত্রাসী হামলা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
‘পেট্রোলবোমা হামলার নতুন সংস্করণ সন্ত্রাসী হামলা’ ছবি: দিপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও গুপ্তহত্যাকে বিগত সময়ের পেট্রোলবোমা হামলার নতুন সংস্করণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

মঙ্গলবার (১২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

গুলশান ও শোলাকিয়ার হামলাসহ সাম্প্রতিক সময়ের বিভিন্ন হত্যাকাণ্ড ও গুপ্তহত্যার কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, এ ধরনের ঘটনার বেনিফিশারি হচ্ছেন খালেদা জিয়া। আইএস'র ধোয়া তোলা হচ্ছে। আমাদের দেশে আইএস কোনো এজেন্ডা নেই। বাংলাদেশের সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ড রাজনৈতিক। এ ধরনের হত্যাকাণ্ডের পেছনে খালেদা জিয়া ও তার নেতৃত্বাধীন জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে।

দেশের অগ্রগতি, শান্তি নষ্ট করার ষড়যন্ত্র চলছে। এসব হামলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ার আহ্বান জানান হাছান মাহমুদ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ জলিল।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এমইউএম/জিসিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ