ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আওয়ামী লীগ

সাবেক এমপি রাজুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
সাবেক এমপি রাজুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ও যশোরে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী রেজা রাজুর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৫ জুলাই) বিকেলে পৃথক শোক বার্তায় তারা এ শোক জানান।

এর আগে, দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পৃথক শোক বার্তায় শোক জানানো হয়েছে।

প্রয়াত আলী রেজা রাজু ১৯৪৫ সালে যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৯৬ সালের নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিএনপির তরিকুল ইসলাম এবং জাতীয় পার্টির খালেদুর রহমান টিটোকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন এই বর্ষিয়ান রাজনীতিবিদ।

***যশোরের সাবেক এমপি আলী রেজা রাজু আর নেই

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।