ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আওয়ামী লীগ

বগুড়া জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
বগুড়া জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত

বগুড়া: বগুড়া জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করেছে কেন্দ্রিয় কমিটি। শনিবার (১৬ জুলাই) বগুড়া জিলা স্কুল মাঠে সম্মেলন হওয়ার কথা ছিলো।

 

শুক্রবার (১৫ জুলাই) রাত পৌনে ৮টায় জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে যুবলীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আবু আহম্মেদ নাসীম পাভেলের বরাত দিয়ে জানানো হয়, অনিবার্য কারণবশত বগুড়া জেলা যুবলীগের সম্মেলন স্থগিত করা হয়েছে।

তবে কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকে দ্রুত সময়ে সম্মেলন অনুষ্ঠিত করার কথা জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
এমবিএইচ/জিসিপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।