ময়মনসিংহ: ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুয়েল আরেং বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৭০ হাজার ১৩৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেলিনা খাতুন পেয়েছেন ১৪ হাজার ৩৩৮ ভোট।
নির্বাচনী কাজে নিয়োজিত দু’জন সহকারী রিটার্নিং কর্মকর্তা সন্ধ্যা ৭টার দিকে ফলাফল ঘোষণা করেন।
হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলালুজ্জামান সরকার রাত সাড়ে ৭টায় বাংলানিউজকে এ তথ্য জানান।
এ আসনে মোট ভোট কেন্দ্র ছিল ১শ’ ৩৩টি। আর দুই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৬শ’ ৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮১ হাজার ৬শ’ ২২ জন।
নারী ভোটার ছিল ১ লাখ ৮১ হাজার ৭২ জন। নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানান ইউএনও হেলালুজ্জামান সরকার।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এমএএএম/জেডএস