ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সিলেটে কারারক্ষী-ছাত্রলীগ সংঘর্ষ: আট নেতা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
সিলেটে কারারক্ষী-ছাত্রলীগ সংঘর্ষ: আট নেতা বহিষ্কার

সিলেট: কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগের আট নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এ বহিষ্কারাদেশ দেন।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের নেতা সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হোসাইন আহমদ চৌধুরী, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাইয়াজ আহমদ জামিল, সহ-সম্পাদক মাসুম আহমদ মাহি, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন, ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদ ও এমসি কলেজ ছাত্রলীগ নেতা সৌরভ দাস।

এদিকে কারারক্ষীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কারারক্ষীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। এ সময় প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩২টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
এনইউ/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ