ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ নির্মূল হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ নির্মূল হবে ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: ‘জঙ্গিরা যতই শক্তিশালী হোক, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বেই দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস চিরতরে নির্মূল করা হবে। ’

শনিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় নাটোরের সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা সভায় বক্তব্যে একথা বলেছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়ে চলছে। বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস রোধে সরকার কাজ করছে। এরইমধ্যে প্রশাসনিক তৎপরতা ও  সরকারের সচেতনামূলক প্রচারণায় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হেমন্ত হেনরী কুবির সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী  আরো বলেন, দেশের বড় বড় ক্রান্তিকাল মোকাবেলা করেছে আওয়ামী লীগ। ২০১৬ সালে জঙ্গিবাদ নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে এ সংকট দূর করবে আওয়ামী লীগ।
 
এসময় মন্ত্রী উপজেলা ও পুলিশ প্রশাসনকে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন।
 
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, শুকাস ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ