ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

কুবিতে দু’গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৮, আগস্ট ১, ২০১৬
কুবিতে দু’গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ছাত্রলীগ নেতা সাইফুল খালিদের মৃত্যু হয়েছে।

সোমবার (০১ আগস্ট) ভোর ৫টার ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি কুবির কাজী নজরুল ইসলাম হলের সাংগঠনিক সম্পাদক ও মার্কেটিং বিভাগের ৭ম ব্যাচের ছাত্র।

সাইফুল দাউদকান্দি উপজেলায় জয়নাল আবদিনের ছেলে।  
 
কবি নজরুল ইসলাম হলের ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. সাদি ঢামেক থেকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আগস্টের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধমে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সাইফুল খালিদসহ ৩জন গুলিবিদ্ধ হন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৫৫২ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ