ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সাইফুল্লাহর মৃত্যুর ঘটনায় ছাত্রলীগের তদন্ত কমিটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
সাইফুল্লাহর মৃত্যুর ঘটনায় ছাত্রলীগের তদন্ত কমিটি

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

৪ সদস্যের এ কমিটির সদস্যরা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ, আপ্যায়ন সম্পাদক রাসেদুল ইসলাম রাশেদ ও তথ্য-প্রযুক্তি সম্পাদক মো. আশফাক আবীর।

মঙ্গলবার (০২ আগস্ট) ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত করতে কমিটির সদস্যরা বর্তমানে কুবি ক্যাম্পাসে রয়েছেন বলেও তিনি জানান।

আগস্টের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দেই গ্রুপের সংঘর্ষ হয়। এতে সাইফুল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত সাইফুল্লাহ কুবির কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মার্কেটিং বিভাগের ৭ম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি দাউদকান্দি উপজেলার তুজার ভাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ