ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিহতের ডাকে শ্রমিক লীগের কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, আগস্ট ৪, ২০১৬
জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিহতের ডাকে শ্রমিক লীগের কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিহতের ডাক দিয়ে শহরের শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে শ্রমিক লীগ মানববন্ধন করেছে।

 

বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে মহানগর শ্রমিক লীগের সভাপতি বদিউজ্জামান খয়েরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) অফিসার ফোরামের সভাপতি তৌফিক এলাহী, রাকাবের কর্মচারী সংসদের রবিউজ্জামান রবি, মিশুক সিএনজি শ্রমিক লীগের ইনসান আলী শাহিন, সিটি ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমিতির শরিফুল ইসলাম, ওয়াসা শ্রমিক লীগের আশরাফ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
এসএস/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ