ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের হল সম্মেলন।
রোববার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর দলীয় সংগীতের সঙ্গে সংগঠনের পতাকা উড়িয়ে ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ঢাবি ছাত্রলীগের সভপতি আবিদ আল হাসান।
এ সময় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি দারুস সালাম শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন হল শাখার বিদায়ী সভাপতি সাধরণ সম্পাদকরা বক্তব্য দেন।
সর্বশেষ ২০১৩ সালের ১ এপ্রিল ঢাবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। হল কমিটি এক বছর মেয়াদী হলেও সাড়ে তিন বছর পর অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন।
এ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের ছাত্রলীগের নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এসকেবি/জিপি/এমএ