ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

নেতাকর্মীদের ওয়ার্ডে গিয়ে কাজ করার আহ্বান আইভীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, নভেম্বর ২৮, ২০১৬
নেতাকর্মীদের ওয়ার্ডে গিয়ে কাজ করার আহ্বান আইভীর

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র...

নারায়ণগঞ্জ: আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেছেন, আমার সঙ্গে দেখা করার চেয়ে বেশি উত্তম হবে নিজ নিজ ওয়ার্ডে গিয়ে কাজ করা।

সবাই সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনগণকে উন্নয়ন দেখাতে হবে। ওয়ার্ড ওয়ার্ড গোছাতে হবে।
 
সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের দেওভোগে নিজ বাসায় নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ওই সময়ে শহরের দেওভোগ, সৈয়দপুরসহ বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্নস্তরের লোকজন আইভীর সঙ্গে দেখা করেন। আইভীকে এদিনও মানুষজন ফুলের তৈরি নৌকা উপহার দেন।
 
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মনে রাখতে হবে নৌকা হলো আওয়ামী লীগের প্রতীক। উন্নয়নের প্রতীক। আমি আশা করি নারায়ণগঞ্জবাসী ২২ ডিসেম্বর গণরায়ে নৌকা উপহার দেবেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ