ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

রাজশাহীতে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
রাজশাহীতে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

রাজশাহী: বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে রাজশাহীতে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (০৪ জানুয়ারি) সকাল থেকে দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, জাতির জনকসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

বেলা ১টার দিকে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে মহানগর ছাত্রলীগ।

শোভাযাত্রাটি শহরের গৌরহাঙ্গা, নিউমার্কেটসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে লহ্মীপুর মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করে।

পরে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার সিনিয়র নেতাদের নিয়ে কেক কাটা হয়।
 
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আকতার জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাবলু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক খালেদ ওয়াশি কেটু, জেলা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি সালমান ফিরোজ ফয়সাল, সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিনুর ইসলাম সজল ও উপ-দপ্তর সম্পাদক আশিক হোসেন প্রমুখ।
জাতির জনকসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ
এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন মহানগর ছাত্রলীগের নেতারা। পরে কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের পাশে নির্মিত স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক রাজিব হাসান, মহানগর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক উম্মে জান্নাত ঝিলিক, উপ-সম্পাদক শান্তা ইসলাম, রাজশাহী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নুর মোহাম্মদ সিয়াম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এসএস/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ