ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বাঘায় পুলিশের সঙ্গে আ’লীগ সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
বাঘায় পুলিশের সঙ্গে আ’লীগ সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজশাহী: রাজশাহীর বাঘায় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ সমর্থকদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্যসহ সাতজন আহত হয়েছেন।

আহতরা হলেন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার আজাহার আলী, একই অফিসের ঝাড়ুদার জরিনা, পুলিশের এএসআই জানে আলম, পুলিশ কনস্টেবল মজিবর রহমান, রয়েল হোসেন এবং যুবলীগ নেতা কবির হোসেন ও আব্দুল আজিজ।

এর মধ্যে এএসআই জানে আলম, দুই পুলিশ কনস্টেবল ও জরিনাসহ অন্যরা বাঘা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তবে যুবলীগ নেতা আব্দুল আজিজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সদস্যদের সাথে দলিল লেখার টাকা নিয়ে মারধরকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সমর্থকরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কুদ্দুসের সমর্থিত লোকজন ককটেল নিক্ষেপ করেন।

ককটেলের বিস্ফোরণে পুলিশ সদস্যসহ ৭ জন আহত হন। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ