ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘বিএনপি সংশয় ব্যাধিতে ভুগছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
 ‘বিএনপি সংশয় ব্যাধিতে ভুগছে’ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের/ছবি- জিএম মুজিবুর

ঢাকা: ‘বিএনপি সংশয় ব্যাধিতে ভুগছে, সব ব্যাপারে তাদের সংশয় কাজ করে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েছে, ভালো কথা, তাহলে মাঠ নামতে হবে, আমরাও আন্দোলন করেছি, রাজপথে নেমেছি।

আমরা কিন্তু ঘরে বসে থাকিনি। ’

বিএনপির রাজপথের নামার বিষয়ে তিনি বলেন, বিএনপির লিস্ট অনুযায়ী পাঁচশো ৯৫ জন আগে রাজপথে নামুন। সাধারণ মানুষের রাজপথে নামার ইচ্ছে নাই। আপনাদের নামতে হবে। ’

বিএনপির রাস্তার নামার কোনো যোগ্যতা নেই বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

বিএনপির সঙ্গে সংলাপে বাসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বসার প্রয়োজন হলে বসবো। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপি। বিএনপি বলেছে তারা খুশি। এর মধ্যে এমন কি হলো তারা অখুশি প্রকাশ করেছে। রাষ্ট্রপতি নিজেই তাদের সঙ্গে সংলাপ করেছেন। সংলাপ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আম‍ার পক্ষে কিছুই বলা সম্ভব না। ’

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭

এসজেএ/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ