ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘বগুড়াবাসীর পাশে রয়েছেন শেখ হাসিনা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
‘বগুড়াবাসীর পাশে রয়েছেন শেখ হাসিনা’ শেরপুর উপজেলা আ’লীগ আয়োজিত জনসভায় সমবায়মন্ত্রী। ছবি: আরিফ জাহান

বগুড়া: বঙ্গবন্ধুর কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়াবাসীর পাশে রয়েছেন উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বগুড়া জেলার সাতটি আসনে ব্যাপক পল্লী উন্নয়ন করা হবে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার শহীদিয়া আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র আব্দুস সাত্তার।

মোশাররফ হোসেন বলেন, শিগগির আরো বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হবে। বাংলাদেশের সেই দিন শেষ, এখন আমরাই অন্যকে সহায়তা করি।

তিনি বলেন, বগুড়া এখন আওয়ামী লীগের ঘাঁটি। আগামীতেও এ ঘাঁটি ধরে রাখতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জানিয়ে মন্ত্রী আরো বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তর কর‍া হবে।

জনসভায় বগুড়া-১ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাবেক সভাপতি আমান উল্লাহ খান, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল হাসান রিপু, আওয়ামী লীগ নেতা আহসান হাবিব আম্বীয়া, আব্দুল হাই খোকন, অ্যাডভোকেট রেজাউল করিম মজনু, যুবলীগ নেতা শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, তারিকুল ইসলাম তারেক, মোস্তাফিজুর রহমান ভুট্ট প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে খন্দকার মোশাররফ হোসেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন।

এছাড়াও শেরপুর এবং ধুনট উপজেলায় মোট ১১টি প্রকল্পের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ