সোমবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, খালেদা জিয়া বলেছেন ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেবেন।
বিএনপির সময়ে কৃষকদের হত্যা করা হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, কৃষকরা তখন সার ও কীটনাশক পায়নি। বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বর্তমান সরকার কৃষিখাত ও কৃষকদের উন্নয়নে বেশ কিছু প্রকল্প নিয়েছে।
জেলা কৃষক লীগের আহ্বায়ক ওমর হোছাইন ভুলুর সভাপতিত্ব ও যুগ্ম-আহ্বায়ক হিজবুল বাহার রানার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় কৃষক লীগ সভাপতি মোতাহের হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক খন্দকার শামছুল হক রেজা, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি একেএম শাহজাহন কামাল, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।
পরে ওমর হোছাইন ভুলুকে সভাপতি, মো. মানিককে সহ-সভাপতি, হিজবুল বাহার রানাকে সাধারণ সম্পাদক ও মাহবুবুর রহমানকে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ১৫, ২০১৭
জিপি/জেডএম